২৬ জুন ২০২৫তারিখে ”বাংলাদেশ পুলিশ“ নিয়োগ বিজ্ঞপ্তি (আনুমানিক ৮000)প্রকাশ করা হয়। মোট অসংখ্য জন যোগ্যতা, অভিজ্ঞতা সম্পন্ন নারী ও পুরুষকে ১টি স্থায়ী কনস্টেবল জব ক্যাটাগরিতে নিয়োগ দেব।
আবেদনের জন্য অনলাইনে http://police.teletalk.com.bd ঢুকে শিক্ষাগত যোগ্যতার তথ্য, যোগাযোগ তথ্য, জাতীয় পরিচয়পত্র(National Id Card) তথ্য, নির্ধারিত ফরমেটে রঙ্গিন ছবি ও স্বাক্ষর দিয়ে আবেদন করতে হবে।
আবেদন শুরু হবে ০১ জুলাই ২০২৫ সকাল ১০:০০ ঘটিকা থেকে
আবেদন শেষ হবে ২৪ জুলাই ২০২৫ রাত ১১:৫৯ ঘটিকায়।
নিচে পুলিশ নিয়োগ ২০২৫ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে।
গুরুত্বপূর্ণ তথ্য সমূহঃ
বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ: ২৬জুন২০২৫
আবেদন শুরু ঃ০১ জুলাই ২০২৫ সকাল ১০:০০ ঘটিকা থেকে
আবেদন শেষ ঃ ২৪ জুলাই ২০২৫ রাত ১১:৫৯ ঘটিকায়।
শুণ্য পদ: অসংখ্য ।
জব ক্যাটাগরিঃ ১টি ( কন্সেটবল)
বয়স সীমাঃ ১৮ থেকে ২০ বছর।
শিক্ষাগত যোগ্যতাঃ কম্পক্ষে এসএসসি-২.৫০
অবিবাহিত ও বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে।